সরকারী সুযোগ সুবিধা পায় না শুধুমাত্র এমন মহিলাদের VWB (পূর্বের নাম VGD) অনলাইন উন্মুক্ত আবেদন শুরু হয়েছে।
যোগ্যতা:
১) 20-50 বছর বয়স হতে হবে।
২) এনআইডি থাকতে হবে।
৩) নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে (বাধ্যতামূলক)
৪) অবশ্যই গরীব হতে হবে।
অযোগ্যতা:
১) সরকারী ভাতা পান এমন (যেমন: বিধবা, গর্ভবতী, tcb, খাদ্য বান্ধব - রেশন কার্ড) ইত্যাদি নারী বাদ।
২) বিগত ৪ ( চার)বছরের মধ্যে ভিজিডি পেয়েছেন এমন নারী বাদ।
৩) ধনী পরিবারের মহিলা বাদ।
(আবেদন করতে স্বশরীরে চলে আসুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস